তথ্যমন্ত্রী বাসায় ককটেল : ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় ককটেল বোমা বিস্ফোরণের মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ পারভেজ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই চার্জ গঠনের আদেশ দেন।

অপর আসামিরা হলেন- রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রদল নেতা মাহবুবুল আলম মাহবুব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আকিল মাহমুদ বাবু, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েল ও মিরপুর থানা ছাত্রদলে সহ-সভাপতি ফিরোজ মিয়া।

আসামিদের মধ্যে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল জামিনে মাহবুবুল আলম ও আকিল মাহমুদ বাবু কারাগারে এবং অপর আসামিরা পলাতক রয়েছেন।

এর আগে গত বছর ২২ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বর্মন ঢাকা সিএমএম আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত বছর ৯ জুন তথ্যমন্ত্রীর দারুস সালাম এলাকার বাসভবনে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন। এতে বাসার জানালার কয়েকটি কাচ  ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনার পর দারুস সালাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।