নাইকো দুর্নীতি মামলা : খালেদার আবেদন খারিজ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৮ জুন ২০১৫

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে  আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নুরুজ্জামান ননি ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। সেই সাথে জামিনের অপব্যবহার করতে পারবেন না এই শর্তে রায় পাওয়ার আগ পর্যন্ত এই দুই মাসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন বেগম জিয়ার সাঙ্গে কথা বলে এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, দুদকের আইনজীবী জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক অভিযোগ পাওয়ায় আদালত এই রায় দেন।

প্রসঙ্গত, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো মামলাটি হাইকোর্টের নির্দেশে ৭ বছর ধরে স্থগিত রয়েছে। মামলাটিতে বর্তমানে স্থায়ী জামিনে আছেন বেগম জিয়া।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।