ইঁদুর লীগের উৎপাতে জাতি এখন অতিষ্ঠ : বদরুদ্দোজা চৌধুরী
অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ওপর যারা হামলা করেছে তাদেরকে ইঁদুর লীগ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শত নাগরিক জাতীয় কমিটি’ আয়োজিত অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ওপর যুবলীগ বা ছাত্রলীগ হামলা করেনি, করেছে ইঁদুর লীগ। ইঁদুরের উৎপাতে জাতি এখন অতিষ্ঠ। তাই ইঁদুর তাড়াতে লাঠি হাতে নামতে হবে।
বি চৌধুরী আরও বলেন, মাহবুব উল্লাহর মতো একজন শিক্ষকের ওপর এমন বর্বোরোচিত হামলাকারী ইঁদুরবাহিনীকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই মুক্তবুদ্ধি বৃত্তি চর্চা কেড়ে নিতে দেওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমদ বলেন, মাহবুব উল্লাহ কতটা আহত হয়েছেন সেটা বড় কথা নয়। তিনি কতটা অপমানিত হয়েছেন সেটাই বড় বিষয়। আর এ অপমান তার একার নয়; সমস্ত দেশ ও জাতির। তাই জাতীয় স্বার্থেই এ ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত দেওয়া উচিত।
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বলেন, শেখ হাসিনা সারা দেশে ইঁদুর লীগ তৈরি করেছে। এই লীগ বিভিন্ন সময়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিতায় ইঁদুর লীগ মাহবুবউল্লাহের ওপর হামলা করেছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ, ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউএফজের সভাপতি শওকত মাহমুদ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ।