কুটনৈতিক উদ্যোগের অভাবে প্রকট হয়েছে রোহিঙ্গা সমস্যা
রোহিঙ্গা ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী নিথর পাথরের মতো বসে আছেন। তার কোনো কুটনৈতিক উদ্যোগ আমরা দেখিনি। আর এজন্যই সমস্যা আরও প্রকট হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনের এসে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গাদের অত্যাচার করছে, আমরা তাদের কাছে চাল কিনতে যাচ্ছি। এটা কত যে লজ্জার। আমরা ঘাস খেয়ে থাকতাম, পাতা খেয়ে থাকতাম। আমাদের সরকার গোটা জাতিকে বন্দি করে রেখেছে।
এসময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়নের দাবি তুলে তিনি বলেন,যেখানে সাড়ে চার লাখ রোহিঙ্গার ত্রাণ বিতরণে সেনাবাহিনীর প্রয়োজন হয়, জাতীয় পরিচয় পত্রের জন্য সেনাবাহিনী কাজ করতে পারে সেখানে দশ কোটি আঠারো লাখ ভোটারের কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে আনসার ভিডিপি নিরাপত্তার দায়িত্বে থাকবে। সরকার ভোট কেন্দ্রে সেনাবাহিনী দিতে চান না। কারণ সেনাবাহিনী নিয়োজিত হলে সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করতে পারবে না। ব্যালট পেপারে সিল মারতে পারবে না। ব্যালটবাক্স ভর্তি করতে পারবে না।
নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। আমাদের দাবি নতুন করে কুটনৈতিক কার্যক্রম চালিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করে প্রত্যেকটি রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠানো হোক।
পরে বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার পক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাদের স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে নেতৃবৃন্দ রাজীব প্রসাদ সাহার হাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারদীয় শুভেচ্ছা তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা সাঈদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির নেতা ফিরোজ হায়দার খান, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম এরশাদ/এফএ/আরআইপি