‘শেখ হাসিনা সারা বিশ্বের বিপন্ন মানুষের নেত্রী’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি সারাবিশ্বের বিপন্ন মানুষের নেত্রী। মানবতার সেবায় যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন তাতে বিশ্ব নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটি বন্যা ও দরিদ্রপীড়িত মানুষে র মধ্যে রিকশা ও ভ্যান বিতরণের কর্মসূচি গ্রহণ করে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যণ সম্পাদক সুজিত নন্দী রায়ের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও মহানগরের শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জন্মদিনের সব আনন্দ উৎসব বাতিল করেছে। শেখ হাসিনার নির্দেশে জন্মদিন ধুমধাম করে পালন করতে যে টাকা খরচ হতো সে টাকা দরিদ্রপীড়িত রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেয়া হবে।
ত নন্দী রায়।

এফএইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।