দেশের হয়ে না খেলার হুমকি সাকিবের


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৫ জুলাই ২০১৪

বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের হুমকির কথা একটি টেক্সট ম্যাসেস পাঠিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানকে জানিয়েছেন জাতীয় দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিঙ্গে।

দুই দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলে সাকিবকে ডেকে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতেই ক্ষিপ্ত হয়ে এই হুমকি দিয়েছেন বিশ্বের এক নম্বর অল রাউন্ডার।

বিসিবি বলছে, খেলতে যাওয়ার আগে সাকিব কোনো অনুমতি নেননি। তবে সাকিব বলছেন তিনি মৌখিক অনুমতি নিয়েছেন। এসব নিয়ে কয়েকদিন ধরেই বিসিবি ও সাকিব আল হাসানের মধ্যে টানাহেঁচরা চলছে।

এর আগে বারবাডোস যাওয়ার পথেই বিসিবির নোটিশ পেয়ে সাকিব দেশে ফিরে আসেন।

কোচ হাথুরুসিঙ্গে সাকিবকে চিঠি দিয়ে জানিয়ে দেন, তিনি যেনো ১ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। অন্যদিকে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ ১১ জুলাই শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।