কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে বিএনপির গোলটেবিল বৈঠক
মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞ ইস্যুতে ১২টি দেশের কূটনীতিক ও দেশের বিশিষ্টজনদের নিয়ে গোলটেবিল বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
রোববার বিকেল ৩টায় গুলশানের লেকশোর হোটেলে ‘মিয়ানমারে গণহত্যা ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্পেন, ফ্রান্স, ইরান, সৌদি আরব, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, মালদ্বীপ, জাপান ও কুয়েতের কূটনীতিক এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া উপস্থিত আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা জামান, অর্থনীতিবিদ মাহমুদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।
বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।
এমএম/এমএমজেড/পিআর