বিএসএমএমইউ এর নতুন প্রক্টর ডা. হাবিবুর রহমান


প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৫ জুন ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সোমবার নতুন প্রক্টর ও চারজন সহকারি প্রক্টর নিয়োগ দিয়েছে। প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ডা.হাবিবুর রহমান দুলাল।

এছাড়া সহকারি প্রক্টর পদে নিয়োগপ্রাপ্ত চার চিকিৎসক হলেন: কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.এস.এম মোস্তফা জামান, কলোরেক্টাল সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা.মো: আবু তাহের, নিউরোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা.মোঃ আহসান হাবিব ও নিউরোসার্জারি বিভাগের ডা.মো: রেজাউল আমিন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম ভিসির নির্দেশক্রমে অফিস আদেশটি জারি করেন।

এর আগে প্রক্টর হিসেবে দায়িত্বপালন করছিলেন চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডা.জাকারিয়া স্বপন। বর্তমান ভিসি অধ্যাপক ডা.কামরুল হাসান খান নিয়োগ পাওয়ার পর তিনি স্বেচ্ছায় প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন।

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান সোমবার সকালে জাগো নিউজের সঙ্গে আলাপকালে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রক্টর ও সহকারি প্রক্টরদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগের প্রক্টর স্বেচ্ছায় পদত্যাগ করাতে গত আড়াইমাস যাবত পদটি শূন্য ছিল। সোমবার নতুন প্রক্টর ও চার সহকারি প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে।

এমইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।