সরকার মিথ্যা মামলায় গ্রেফতার অভিযান চালাচ্ছে : ফখরুল


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

বর্তমান সরকার মানুষের মনে ভীতির সঞ্চার করতে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
 
বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, দেশের সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান আওয়ামী সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। দেশে আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমান শাসকগোষ্ঠীর শাসনামলে অপরাধ না করেও অপরাধী হওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বানোয়াট মামলা, গ্রেফতার, হত্যা, গুম, অপহরণ বর্তমান সরকারের অনুষঙ্গ হয়ে গেছে।

বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলন কর্মসূচি স্তব্ধ ও বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতির সঞ্চার করতে ফ্যাসিবাদী কায়দায় বর্তমান অবৈধ সরকার ধারাবাহিকভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে।

সরকারকে হুঁশিয়ার করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শত নির্যাতন-নিপীড়নেও বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলন থেকে বিরত রেখে দীর্ঘকাল ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।