বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটিশ কনজারভেটিভ পার্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট মেম্বার এনন মেইন এর নেতৃত্বে বৈঠকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

ঘণ্টাব্যাপী বৈঠক চলে। বৈঠক শেষে এনন জানান, আজকের বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলাপ আলোচনা হয়েছে।

jagonews24

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। জনগণ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তেমন পরিস্থিতি দেখতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব।

এমএম/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।