রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করবে আ.লীগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আওয়ামী লীগ মেডিকেল টিম পাঠিয়েছে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে এই মেডিকেল টিম কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা প্রদান করবে।

মেডিকেল টিমে ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালাম, ডা. ফুচুনুসহ কক্সবাজার জেলার বি এম এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিনিধিরা চিকিৎসা প্রদান করবেন। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এফএইচএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।