সরকারের মাধ্যমে ত্রাণ পৌঁছাবে কি না সন্দেহ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

যারা বিনা ভোটে নির্বাচিত তাদের কিভাবে বিশ্বাস করবো। সরকারের মাধ্যমে ত্রাণ বিতরণ করলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলানমানরা ত্রাণ পাবে কি না যথেষ্ট সন্দেহ আছে। তাই সবাইকে ত্রাণ বিতরণের সুযোগ দিতে হবে।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম আয়োজিত মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বোরোচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে হেফাজত নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ত্রাণ বিতরণে বাধা না দিয়ে যারা ত্রাণ দিতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্যথায় অনেকেই ত্রাণ পাবে না।

হেফাজত নেতারা সবাইকে ত্রাণ দেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলার মুসলমান মিয়ানমারকে জিহাদের মাধ্যমে উপযুক্ত প্রমাণ দেবে। আমাদের মুক্তিযুদ্ধ করতে দিন।

বিক্ষোভে উপস্থিত বিক্ষুদ্ধ জনতাকে উদ্দেশ করে বক্তারা বলেন, ৫ মে’র মতো ১৮ সেপ্টেম্বর ঢাকা অবরোধ করে দিতে হবে। ১৯৭১ সালের মতো আমরা আবার অস্ত্র হাতে নিতে প্রস্তুত রয়েছি।

এমএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।