ঢাকায় অলিম্পিক ডে উদযাপন


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১২ জুন ২০১৫

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার অলিম্পিক ডে ২০১৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালি সকাল ৭টায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হয়।

অলিম্পিক ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা।

অলিম্পিক ডে ২০১৫ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব আশিকুর রহমান মিকু অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। বিওএ’র মাননীয় মহাসচিব অলিম্পিক ডে ২০১৫ এর সার্বিক সাফল্য কামনা করে বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

র‌্যালিতে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশের খোলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ক্রীড়া সংগঠক অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অভ্যন্তরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা ছাড়াও অলিম্পিক ডে আজ বাংলাদেশের ৬টি বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।