‘ষড়যন্ত্র’ আতঙ্কে ভুগছে আওয়ামী লীগ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগ ষড়যন্ত্র আতঙ্কে ভুগছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা (আওয়ামী লীগ) দুঃস্বপ্ন দেখছে। সব কিছুতেই ষড়যন্ত্রের গন্ধ পায়। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপি যখন কথা বলে, মানবতার পক্ষে দাঁড়ায় তখন সেখানেও তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান।

রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

সরকারের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা সমস্যা দিন দিন জাতীয় সমস্যা হয়ে উঠছে। আমরা এ ব্যাপারে ঐক্য চাই। আসুন রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সবাই ঐক্যবদ্ধ হই। কারণ ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত। আর সরকার আগামী নির্বাচন নিয়ে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি তামাশার নির্বাচন করতে চায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে খালেদা জিয়ার সহায়ক সরকারের মাধ্যমে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া তামাশার নির্বাচন এদেশে আর করতে দেয়া হবে না।’

মহাসচিব বলেন, ‘সরকার টিকে আছে অস্ত্র জোরে। তারা মিথ্যা মামলা, খুন ও গুম করে বিএনপিকে প্রতিহত করতে চান।’ ছাত্রদলের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘খুন, গুমের ভয়কে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা। তারেক রহমান প্রায় ১০ বছর ধরে নিবার্সিত জীবনযাপন করছেন।’

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও তার অনির্বাচিত সরকার বাংলাদেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যাচ্ছে। পাকিস্তানিরা যেমন গণতন্ত্র বিশ্বাস করে না তেমনি শেখ হাসিনাও গণতন্ত্র বিশ্বাস করেন না।

শেখ হাসিনা না থাকলে ওবায়দুল কাদেরের ভবিষ্যৎ নেই মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে যদি দু-একটা সুবিধাবাদী থেকে থাকে তার মধ্যে উনি (কাদের) একজন। শেখ হাসিনা ১/১১ সরকারের সব অপকর্মের সাংবিধানিকভাবে বৈধতা দিয়েছে। তাই তো আওয়ামী লীগকে জিততে হলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে।

সংগঠনের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্য-বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

এমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।