দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন হুইপ আতিক
শেরপুর সদর উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ভোট চাইলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শনিবার শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের জনসভায় হুইপ আতিক এ ভোট চান।
হুইপ আতিউর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সদর উপজেলার ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। ভোট তারই প্রাপ্য। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছানু ছাড়া অন্য কারো ভোট পাওয়ার অধিকার নেই।
জনসভায় হুইপ আতিক বর্তমান উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের সমালোচনা করে বলেন, তিনি বিগত ৫ বছরে সদর উপজেলার কোন উন্নয়ন মুলক কাজ করেননি। ফলে সদর উপজেলার উন্নয়ন তহবিলের আড়াই কোটি টাকা ফেরত গিয়েছে। বিগত ২০১০ সালের ১ ডিসেম্বর তৎকালীন পানি সম্পদ প্রতি মন্ত্রী শেরপুর সদর উপজেলার দু:খ হিসেবে খ্যাত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুন:নির্মানের জন্য পরিদর্শনে আসেন। সেসময় উপজেলা চেয়ারম্যান ইলিয়াছের নেতৃত্বে মন্ত্রীর গাড়ীর বহরে হামলা চালানো হয়। ফলে ওই বাঁধ নির্মানের প্রায় ১১২ কোটি টাকা ফেরত যায়। এরপর তিনি সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করতে একের পর এক সাজানো রীটের আশ্রয় নেন।