রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের ৩ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে চট্টগ্রাম যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমীনের এই প্রতিনিধি দল শনিবার সেখানে যাবেন।

এনামুল হক শামীম এ সংবাদ নিশ্চিত করে বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবো। সেখানে আমরা ত্রাণ বিতরণ করবো। কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় সংসদ সদস্যরা আমাদের সাথে থাকবেন।

জানা যায়, প্রতিনিধি দলটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয়স্থল পরিদর্শন কর‍ার পাশাপাশি তাদের জন্য ত্রাণ বিতরণ করবেন।

এইউএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।