মোদির সাক্ষাৎ পেয়েও হতাশ বিএনপি : হানিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৯ জুন ২০১৫
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাক্ষাৎ পেয়েও বিএনপি হতাশায় ভুগছে। কারণ মোদির সঙ্গে সাক্ষাতে খালেদার যে আলোচনা হয়েছে তা থেকে তারা বুঝতে পেরেছেন ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০১৫’ ডা. শামসুদ্দোহা মজুমদার নিজাম ও ডা. আবদুল্লাহ আল মাসুদ খান টুটুল পরিষদের পরিচিতি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হানিফ বলেন, খালেদা জিয়া মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য আকুতি-মিনতি করেছিলেন। সাক্ষাৎও করেছেন। তিনি (খালেদা জিয়া) চেয়েছিলেন, মোদিকে সরকারের বিরুদ্ধে বলে আগাম নির্বাচনের কথা বলবেন। কিন্তু তিনি বুঝতে পেরেছেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচন হবে না। তার অনেক আকাঙ্ক্ষার সাক্ষাৎ সফল হয়নি। এ জন্য দু’দিন না যেতেই বিএনপি সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করতে শুরু করেছে।

হানিফ আরো বলেন, বিএনপি বুঝতে পেরেছে, তাদের পশ্চিমা প্রভূদের বদৌলতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে না। সেই কারণে আজ, যে দেশের রাষ্ট্রপতিকে তারা অসম্মান করেছিলেন, সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য বিএনপি যে আকুতি করলো, সেটি পুরো জাতি অবাক হয়ে দেখেছে।

বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের আলোচনা বিষয়ে হানিফ বলেন, ব্যর্থনেত্রীর সঙ্গে আর কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন নেই।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।

এএসএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।