মনের পশুকে কোরবানি দিতে হয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ৩১ আগস্ট ২০১৭

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পশু কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের পশুশক্তি, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আমিত্ব রিপুকেই কোরবানি দিতে হয়।

বুধবার এক বাণীতে বিরোধীদলীয় নেতা একথা বলেন। তিনি বলেন, ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য নিজের অহমিকা ও উচ্চাভিলাষ উৎসর্গ করা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানান তিনি।

কোরবানির আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মনোভাব নিয়ে এবারও পালিত হবে পবিত্র ঈদুল আজহা এমনই প্রত্যাশা করেন তিনি।

এইচএস/এমআরএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।