বিএনপি এখন পথহারা পথিক : হাছান


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৮ জুন ২০১৫

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পথহারা পথিক। সোমবার সকালে জাতীয় শিল্পকলা একডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত `বিএনপি কেন ভারতমুখী` শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বলেছিলেন সরকারের পতন না ঘটিয়ে তিনি বাড়ি ফিরে যাবেন না। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু খালি হাতে। বিএনপি এখন পথহারা পথিকের মতো। বিএনপির অনেক নেতাই এখন স্বীকার করে নিচ্ছে বিএনপি ২০১৯ সালের নির্বাচনেও জয় লাভ করতে পারবে না। অনেকে আবার বলছে এই বিএনপিকে দিয়ে হবে না। আবার অনেকেই বলছেন খালেদা জিয়াকে দিয়ে কিছুই হবে না।

 ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, মোদির কাছে অনুনয়-বিনয় করে কোনো লাভ হবে না। ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন তার চিন্তা-ভাবনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-ভাবনা এক ও অভিন্ন।

তিনি বলেন, ফান্দে পড়লে যেমন বগা কান্দে বিএনপিরও এখন সেই দশা। বিএনপি এখন সরকারকে অনুরোধ করছে আমাদের সাথে একটু বসুন, কথা বলুন।

হাছান বলেন, তারা (বিএনপি) রাজনৈতিকভাবে বেকায়দায় থাকলেও ষড়যন্ত্রে এগিয়ে আছে। তাই তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির প্রতি অনুরোধ জানাবো।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অরুণ সরকার রানা, এমএ করিম, শাহজাহান সাজু, বলরাম পোদ্দার, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।

এএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।