সাইবার ক্রাইমে ভুক্তভোগীদের সহায়তায় ফেসবুক গ্রুপ
সামাজিক গণমাধ্যমগুলোর অপরাধ বা সাইবার ক্রাইমের শিকার ভুক্তভোগীদের সহায়তা দিতে চালু হয়েছে ফেসবুক গ্রুপ। সেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফোরাম (সিসিএ ফোরাম) এটি চালু করেছে।
ফেসবুকের (facebook.com/groups/CCAforum/) এই গ্রুপটিতে যুক্ত হয়ে যে কেউ সাইবার ক্রাইম সম্পর্কে তথ্য বিনিময় করতে পারবেন।
রোববার সিসিএ ফোরাম থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রুপটি থেকে বিশেষজ্ঞরা ফেসবুক, টুইটারসহ সামাজিক, যোগাযোগের মাধ্যমগুলো, ক্রেডিট কার্ড জালিয়াতি, অ্যাকাউন্ট হ্যাকিং, ও ইন্টারনেটে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার মতো অপরাধে ভুক্তভোগীদের পরামর্শ দেবেন।
বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আইনজীবী ও সংশ্লিষ্ট অনেকে।
এবিষয়ে বিস্তারিত যোগাযোগের জন্য [email protected] এই ই-মেইলে এবং ০১৮২৬০৯৭৫৭৭ এই নম্বরে যোগাযোগ করা যাবে।
এআর/একে/আরআইপি