ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হচ্ছেন দ্রাবিড়


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৬ জুন ২০১৫

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হতে রাজি হয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। শনিবার বিসিসিআই সেক্রেটারি আনুরাগ ঠাকুর বোর্ডসভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।

আনুরাগ ঠাকুর বলেন, শুভসংবাদটি হচ্ছে রাহুল দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে রাজি হয়েছেন। দ্রাবিড়ের প্রথম পরীক্ষা হবে জুলাইতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্বেও তিনি থাকছেন।

সম্প্রতি ভারতের উপদেষ্টামণ্ডলীতে তারকাদের নিয়োগ দেয়া হয়। সেখানে শচিন, সৌরভ এবং লক্ষনের মত বড় খেলোয়াড়েরা ভারতীয় দলের বিভিন্ন পদে নিযুক্ত করা হলেও ছিলেন না দ্রাবিড়। অবশেষে তিনিও গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন। কিছুদিন আগে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দ্রাবিড়কে ভারতের উপদেষ্টামণ্ডলীতে চেয়েছিলেন।

আরটি/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।