বিচারবিভাগের স্বাধীনতা শেষ হয়ে যাবে : ন্যাপ
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে গেলে বিচারবিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করবে বলে জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ন্যাপ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন নেতারা।
তারা বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে গেলে বিচারবিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করবে। বিচারবিভাগের স্বাধীনতা বলতে সবকিছুই শেষ হয়ে যাবে। অবৈধ ও অনির্বাচিত সংসদের অধীনে চলবে বিচারবিভাগ যা রাষ্ট্রের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না।
বক্তারা আরও বলেন, জননেতা শফিকুল গাণি স্বপন যে গণতন্ত্রের স্বপ্ন দেখতেন বিচারপতিদের অভিশংসনের নামে সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ও একব্যক্তির শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে।দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে একদলীয় ও একব্যক্তির শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
নগর সাধারণ সম্পাদক মো. শহীদুননবী ডাবলু‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, আলোচনায় অংশ নেন কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, দপ্তর সম্পাদক আল-আমিন ভূইয়া রিপন, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সহ-সভাপতি যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, ছাত্রনেতা এম.এন. শাওন সাদেকী, শেখ এনামুল হাসান তানিম প্রমুখ।