সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে ২০ দলের সমাবেশ
সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারন ক্ষমতা (অভিশংসন আইন) সংসদের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সামবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালিত হবে। একই ইস্যুতে বুধবার সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করেছে জোটটি।
ইতিমধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেবেন জোটের শীর্ষ নেতারা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ের রয়েছে। পাশাপাশি জলকামান, সাজোয়াযান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ১২টি শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।