মানুষ হত্যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না : নৌমন্ত্রী


প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ জুন ২০১৫

পেট্রলবোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দিয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, বিএনপি এতোদিন যা করেছে, ভুল করেছে। মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবন অডিটরিয়ামে নবগঠিত সেগুনবাগিচার চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি-আঞ্চলিক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

এতে বিশেষ অতিথি ছিলেন ২০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ফরিদ উদ্দিন আহাম্মদ রতন। বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. নিজামুল ইসলাম ভূইয়া মিলন ও গণপূর্ত অধিদফতরের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হানিফ ভূইয়া প্রমূখ। এতে সভাপতিত্ব করেন সেগুনবাগিচা চতুর্থ শেণি সরকারি কর্মচারী সমিতির আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. শাহ জাহান মিয়া।

মন্ত্রী বলেন, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিলেন খালেদা জিয়া। সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে বেগম জিয়া ঘোষণা দিয়েছিলেন। অথচ তিনি মাথা নিচু করে ঘরে ফিরে গেছেন।

শাজাহান খান বলেন, সরকারের বিরুদ্ধে বরাবরই বিরোধী দল আন্দোলন করে থাকে। এখানে তার উল্টো হয়েছে, বিরোধী দলের বিরুদ্ধে সরকারি দল আন্দোলন করেছে।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তাই সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে মাথা নত করবো না। আমরা কাপুরুষ নই।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।