নির্বাচনের নীল নকশা চলছে : গয়েশ্বর


প্রকাশিত: ১২:১২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

আবারও একটি জাতীয় নির্বাচনের নীল নকশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার বিকেল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতি দ্রুত নির্বাচনের নীল নকশা চলছে। আর তা বাস্তবায়নের লক্ষ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়ার চেষ্টা করছে।

গয়েশ্বর বলেন, আগামীতে আন্দোলনের বিকল্প নেই। যারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সতর্ক থেকে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ৮৬ এর নির্বাচনে না যাওয়ার সুফল পাওয়া গেছে ৯১ এর নির্বাচনে। আর ৫ জানুয়ারি শেখ হাসিনার অধীনের নির্বাচনে না যাওয়া যে সঠিক হয়েছে তা প্রমাণিত হবে অল্প কিছু দিনের মধ্যেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।