ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির সূতিকাগার : লিটন


প্রকাশিত: ১১:৩০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। ছাত্রলীগ `আদুভাই` দিয়ে নেতৃত্ব তৈরি করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর আ`লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার রাজশাহীর মহানগর ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, সঠিক সময়ে নেতৃত্ব পরিবর্তন করে দেয়। ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। এ সংগঠন থেকেই দেশের বড় বড় নেতা তৈরি হয়েছে।
 
লিটন বলেন, ছাত্রলীগের কর্মীদের উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যদি শোনা যায় ছাত্রলীগের কেউ কাউকে ডিস্টার্ব করেছে, দোকানে খেয়ে টাকা দেয়নি; এ রকম সুযোগ সন্ধানি, পদের অপব্যবহারকারী অপরাধীদের অতীতেও ক্ষমা করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।
 
তিনি আরও বলেন, কিছু পত্রিকা ও মিডিয়া এবং টক শোতে আসা `জ্ঞানী` ব্যক্তিরা সবসময় ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে ব্যস্ত থাকে। কিন্তু তাদের ইতিহাস জানা উচিত; ছাত্রদের হাতে প্রথম অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান, রগ কাটার রাজনীতি শুরু করেছিল জামায়াত-শিবির।
 
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি শফিকুজ্জামান শফিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।