মেঘ কেটে অচিরেই হাসি দেবে সূর্য : কাদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৪ আগস্ট ২০১৭

অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে উদ্বেগ থাকতে পারে কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অাকাশের কালো মেঘ বেশিক্ষণ থাকে না। অচিরেই কালো মেঘ কেটে গিয়ে হাসি দেবে সূর্য’।

সোমবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর মিছিলের অাগে প্রধান অতিথির বক্তব্যে কাদের একথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, অাজ থেকে অাপনারা মাথা উঁচু করে চলবেন। নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার অাসাদুজ্জামান মিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জন্মাষ্টমী র‌্যালির উদ্বোধন করেন।

এফএইচএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।