প্রবৃদ্ধি অর্জনে অসাধারণ সফলতা এসেছে : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০২ জুন ২০১৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার সঙ্গে হয়তো মিলে যায়নি, কিন্তু যেটুকু অর্জন হয়েছে তা সারা বিশ্বের ছয়টি দেশের মধ্যে আমরা একটি। ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অসাধারণ সফলতা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগাঁরগাওয়ে পরিসংখ্যান ভবনে বাংলাদেশ ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিকস : সোর্স অ্যান্ড মেথহুডস শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা প্রমুথ।

মুস্তফা কামাল বলেন, আমাদের অর্থনীতি যে অবস্থায় আছে তা যদি সঠিকভাবে তুলে ধরতে পারতাম তাহলে জাতি আরো উপকৃত হতো। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে তিনটি বিষয়ে উন্নতি করতে হবে আমাদের। এর মধ্যে প্রথমটি অর্থাৎ মাথাপিছু আয় ইতিমধ্যে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। দ্বিতীয়টি মানবসম্পদ উন্নয়ন সূচক অনেক অগ্রগতি হয়েছে এবং উন্নয়ন প্রবৃদ্ধিতেও বেশ এগিয়ে গেছি।

মন্ত্রী বলেন, দীর্ঘ মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনার আওতায় ষষ্ঠ ও সপ্তম এ দুটি পরিকল্পনার হাত ধরে মধ্যম আয়ের দেশে যাবো। আমি মনে করি আমরা লক্ষ্যমাত্রার আগেই লক্ষ্যে পৌঁছে যাবো। মন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে সকল গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো। উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, আমরা যদি আমেরিকা যেতে চাই কিন্তু লন্ডন পর্যন্ত যেতে পেরেছি, সেটিও কম অর্জন কীসের।

অনুষ্ঠানে ড. শামসুল আলম বলেন, গত ছয় বছরে দাতাদের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রক্ষেপণ দিয়েছে তা সঠিক হয়নি। এ ক্ষেত্রে চার মাস পরপর কোয়াটারলি তথ্য পেলে বিশ্বব্যাংকসহ অন্য দাতারা এরকম আগাম তথ্য দিতে পারতেন না।

চলতি অর্থবছরে প্রথম ১০ মাসের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই তথ্য প্রকাশ করেছে।

তবে এর আগে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ২ শতাংশ কম। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি গত কয়েক বছর ৬ শতাংশের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক শূন্য ১ শতাংশ। গত অর্থবছরে (২০১৩-১৪) ৭ দশমিক ২ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি অর্জন হয় ৬ দশমিক শূন্য ৬ শতাংশ।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।