আ.লীগ এলেই গণতন্ত্র ফাঁসিতে ঝুলে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১২ আগস্ট ২০১৭
ফাইল ছবি

আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্রকে ফাঁসিতে ঝুলিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ গণতন্ত্রশূন্য হয় এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল হয়। কারণ আওয়ামী লীগের জন্ম ও লালন-পালন হয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার গবেষণাগারে।’

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘স্বৈরাচারী সরকারের উৎপীড়নের দেয়াল ভেঙে নাগরিক স্বাধীনতা তথা দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীসহ দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা আজও আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দেশের এই বিশিষ্ট ক্রীড়া সংগঠকের অবদান দেশবাসী কোনোদিন বিস্মৃত হবে না।’

তিনি বলের, ‘স্বৈরাচারী অপশাসনের কারণেই দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। আরাফাত রহমান কোকোর মা ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে বর্তমান জালিম সরকার যখন চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে পুলিশ দিয়ে গরম পানি ও মরিচের গুঁড়া স্প্রে, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল; তখন আরাফাত রহমান কোকো এই সংবাদ শুনে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন ও ভীষণ অসুস্থ হয়ে পড়েন। মূলত অবরুদ্ধ রেখে মায়ের ওপর বর্তমান সরকারের অমানবিক নির্যাতনের খবরেই ভীষণ অসুস্থ হয়ে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে।’

তিনি দলের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সেলিমুজ্জামান সেলিম, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, মাওলানা শাহ মো. নেছারুল হক, শামসুজ্জামান সুরুজ, অধ্যাপক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এমএম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।