শাসকরা মনস্টার-দৈত্যে পরিণত হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০ এএম, ০৯ আগস্ট ২০১৭
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই শাসকরা এখন দৈত্যে পরিণত হয়েছে। তাদের দায়িত্ব ছিল গণতন্ত্রকে রক্ষা করা, সেই গণতন্ত্রকে রক্ষা না করে তারা মনস্টারে (অপদেবতা) পরিণত হয়েছে, দৈত্যে পরিণত হয়েছে। ধ্বংস করে দিচ্ছে সবকিছু।’

বুধবার দুপুরে পুরান ঢাকায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপিল বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়। সংবিধানের যেখানে-যেখানে ক্রটি থাকে অথবা যে আইনগুলো সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয় আপিল বিভাগ সেই বিষয়গুলো নিয়ে মতামত প্রদান করেন। সংসদে যে আইনগুলো পাস করা হয়েছে, সংবিধান যে সংশোধন করা হয়েছে, সে সম্পর্কে ইতোপূর্বেও আপিল বিভাগ তার মতামত প্রদান করেছেন। জনগণের যেটা প্রাপ্য, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা সেটাই তারা বলেছেন।’

সরকার বিচার বিভাগের ‘প্রতিপক্ষ’ হিসেবে অবস্থান নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অর্থমন্ত্রী যে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন এতে একটি বিষয় খুব পরিষ্কার যে, এই সরকার ‘বিচার বিভাগের প্রতিপক্ষ’ হিসেবে অবস্থান নিয়েছে।’

আইনজীবীদের প্রতি অনুরোধ রেখে মির্জা ফখরুল বলেন, ‘এই দুঃসময়ে আইনজীবীদের বিরাট ভূমিকা রয়েছে। আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাচ্চু। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

এমএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।