ষোড়শ সংশোধনীর রায় আমূল সংস্কারের যৌক্তিকতা : রব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৪ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী নিয়ে বিচার বিভাগের রায় গণতন্ত্র, নির্বাচন, সংসদ প্রশ্নে আমূল সংস্কারের যৌক্তিকতা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

রব বলেন, বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্র যে ধ্বংসের মুখে তা অনেকেই উপলব্ধি করতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনা যে-উপনিবেশিক রাজনীতি দিয়ে বাস্তবায়ন যোগ্য নয়-তা আমরাই উদ্ভাবন করেছিলাম। সুতরাং ঘোষিত ১০ দফার রাজনীতিই সময়ের চাহিদা।

তিনি বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র, রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার, মৌলিক মানবাধিকার যেভাবে ধ্বংস হয়েছে, যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে, সামাজিকভাবে সরকারের পেটুয়া বাহিনী হত্যা, খুন, ধর্ষণ ও দখলবাজি চালিয়ে যাচ্ছে। ফলে সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। এ অবস্থা স্বাধীনতার পর থেকে সকল সরকারের আমলেই বৃদ্ধি পেয়েছে।

জেএসডি সভাপতি বলেন, এমতাবস্থায় দেশে দুই জোটের বিকল্প হিসেবে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা অপরিহার্য।আশা করি অবিলম্বে এ শক্তি আত্মপ্রকাশ করবে।

রব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের জন্য নির্বাচনকালীন একটি নির্বাচিত, নির্দলীয় নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে। এ ব্যবস্থা নিশ্চিতের জন্য জেএসডি পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে।

সভায় ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন আসনের প্রার্থী তালিকা প্রণয়ন এবং একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কোথাও যদি কোনো অপূর্ণতা থাকে তা পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, তানিয়া রব, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দার, খোশ লেহাজ উদ্দীন খোকা, অ্যাড. আবদুর রহমান মাস্টার, বাবু হীরা লাল চক্রবর্তী, সোহরাব হোসেন, আবদুল জলিল চেয়ারম্যান, আবদুস সালাম, গোলাম জিলানী চৌধুরী, আশীষ কুমার সরকার, কামাল উদ্দীন পাটোয়ারী, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আহসান উদ্দীন চৌধুরী সুইট, মোশারফ হোসেন, মতিউর রহমান মতি, লোকমান হাকিম, অ্যাড. কাউসার নিয়াজী, এস এম রানা চৌধুরী, আমির উদ্দীন, মীর জিল্লুর রহমান, অ্যাড. মহসীন, আবুল হাশেম মজুমদার, সৈয়দ বিপ্লব আজাদ, রফিকুল ইসলাম, এ কে এম মজিবুর রহমান প্রমুখ।

এইউএ/এমআরএম/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।