সিরিয়ার আলেপ্পোয় ব্যারেল বোমায় নিহত ৪৫


প্রকাশিত: ১২:০৫ পিএম, ৩০ মে ২০১৫

সিরিয়ার আলেপ্পো প্রদেশে শনিবার সরকারি বাহিনীর উপর্যুপরি ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ৪৫ বেসামরিক নাগরিক নিহত ও অনেক লোক আহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল বাব ও পূর্বাঞ্চলের আলেপ্পো নগরীতে সামরিক হেলিকপ্টার থেকে সরকারি বাহিনী ব্যারেল বোমা ফেলে। এতে কমপক্ষে ৪৫ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আলেপ্পো নগরীর প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আল বাব নগরী চরমপন্থী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিয়ন্ত্রণ করে। এদিকে প্রাদেশিক রাজধানীর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের হাতে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।