বিএনপি রাস্তায় নামলে ছাড় পাবে না আওয়ামী লীগ : দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৩ আগস্ট ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি পরিষ্কার ভাষায় বলছি খালেদা জিয়া অল্প কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। খালেদা জিয়া এবং তার দল রাস্তায় নামলে আলোচনার মাধ্যমে আপনারা (আওয়ামী লীগ) যে ছাড় পেতেন তা আর পাবেন না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি। সরকার উদ্যোগ নিলে ভালো। তা না হলে কীভাবে আলোচনা করতে হয় বিএনপি ভালো করেই জানে। অতীতে এরশাদ সাহেব দেখেছেন।

বিএনপির এই নেতা বলেন, হাজীদের হজ করতে দেয়ার ক্ষমতা যে সরকারের নেই তারা আবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে। বিমানমন্ত্রী বলেছেন, এবার নাকি ৪০ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন না। দুর্নীতি, স্বজনপ্রীতি, গুম, খুন ছাড়া কোনো কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি। এত বড় দুর্নীতিবাজ সরকার দেশে আগে কখনও আসেনি।

দুদু বলেন, আজকে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে। ৫৭ ধারা পুলিশ আবার মেকাআপ করছে ওপরের নির্দেশ ছাড়া মামলা যেন না নেয়া হয়।

তিনি আরও বলেন, যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকরা কী এতই বোধ জ্ঞানহীন যে, কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না -তা তারা জানেন না। আইন করছেন বলে শুধু তারা (সাংবাদিক) নয়, রাজনৈতিক নেতাদেরও অপদস্থ করছেন। তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।

নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, নির্বাচন আমরা করতে চাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের নেত্রী, মহাসচিব সবাই বলেছেন নির্বাচনে বিএনপি যাবে এতে কোনো সন্দেহ নেই। আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারিতেও নির্বাচনে যেতে চেয়েছি কিন্তু আমাদেরকে নির্বাচনে যেতে দেয়া হয়নি।

তিনি বলেন, এবারও ঠিক সে রকম একটি নির্বাচন করতে চায় তারা (আওয়ামী লীগ)। তারা সে রকমই একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা আর একবার ক্ষমতায় থাকতে চায়, তাদের নেতারা এমনটাই বলে। এই স্বপ্ন তারা দেখছেন।

বিএনপির এ নেতা বলেন, স্বপ্ন যতই দেখেন তা আর বাস্তবায়ন হবে না। কেননা বিএনপি এবার নির্বাচনে যাবে, সহায়ক সরকার প্রতিষ্ঠা হবে এবং ক্ষমতায়ও আসবে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া।

আয়োজক সংগঠনের সভাপতি মো. রাসেল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।