নির্ধারিত সময়ের হচ্ছে না বিএনপির মহানগর কমিটি


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহানগরের আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এই সময়ের মধ্যে কমিটি গঠন সম্ভব না, আমরা করতে পারব না।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকার তাদেরকে কমিটি গঠনের কার্যবক্রমে বাধা দিচ্ছে। সাংগঠনিক সভাও করতে দিচ্ছে না।

প্রমঙ্গত, গত ১৮ জুলাই মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এ সময় দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেধে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।