কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেনি যুব মন্ত্রণালয় : সংসদীয় কমিটি


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৬ মে ২০১৫

নবম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর বিভিন্ন সময়ে দেয়া ১১টি প্রতিশ্রতির একটিও বাস্তবায়ন করতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আরেকটি সংসদের (দশম সংসদ) দেড় বছর হতে চললেও প্রতিশ্রুতি বাস্তবায়নের এ ধীরগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ত্বরিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ অসন্তোষ প্রকাশ ও তাগিদ দেয়া হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এ পর্যন্ত একটি প্রতিশ্রুতিরও কেন বাস্তবায়ন নেই এর কারণ জানতে চান তারা। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে মোট ১১টি প্রতিশ্রুতি ছিলো।

যার মধ্যে ৯টি প্রকল্পের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং দুটি প্রকল্প বাস্তবায়নাধীন। দেশের বিভিন্ন জেলায় স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত প্রতিশ্রুতির কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্থান নির্ধারন করে কাজগুলোকে ত্বরাণ্বিত করার পরামর্শ দেয়া হয়। দেশের যুব সমাজকে মাদক দ্রব্যের ভয়াল থাবা থেকে মুক্ত করে ক্রীড়ামুখী করার জন্য ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ দ্বিগুন করার সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তথ্য সম্বলিত হালনাগাদ ডাটাবেজ সংগ্রহ করে মনিটর করার পরামর্শ দিয়েছে কমিটি।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।