রাজনীতি করতে সাহস লাগে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৩ জুলাই ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবেলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নাই।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের উপর ছেড়ে দেয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগও চায় সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।

দল ও জোটের প্রার্থীর বিষয়ে কাদের বলেন, যাদের অবস্থান নির্বাচনী এলাকায় ভালো থাকবে, তারাই মনোনয়ন পাবেন।

এইউএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।