ভারতের নতুন রাষ্ট্রপতিকে খালেদার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ জুলাই ২০১৭

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে দেশটির দলিত সম্প্রদায়ের নেতা ও বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী রামনাথ কোবিন্দকে সরকারিভাবে বিজয়ী ঘোষণার পর এ অভিনন্দন জানান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়া ও মির্জা ফখরুলের বরাত দিয়ে শায়রুল বলেন, বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটে পরাজিত করে রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট ভবন রাইসিনা হিলের মসনদ নিশ্চিত করায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সরকারিভাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বলা হয়, রামনাথ কোবিন্দ ইলেক্টোরাল মোট ভোটের ৬৫ দশমিক ৬৫ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার মাত্র ৩৪ দশমিক ৩৫ শতাংশ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

এমএম/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।