মাদারীপুরে কিশোরী সমাবেশ


প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৫ মে ২০১৫

মাদারীপুর এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোমবার দিনব্যাপী ‘বাল্যবিবাহ নিরোধ প্রকল্প’র আয়োজনে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক কিশোরী অংশ নেয়।

এসডিএস ও সিডি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কিশোরী সমাবেশে সভাপতিত্ব করেন বাল্যবিবাহ নিরোধ প্রকল্পের সমন্বয়কারী সাংবাদিক শাহজাহান খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ রায়হান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার দীপঙ্কর বর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু রঞ্জন দাস, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, এসডিএস মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক অমলা দাস, এসডিএস কর্মকর্তা ফরিদা আক্তার নার্গিস প্রমুখ।

দিনব্যাপী সমাবেশে উপস্থিত কিশোরীরা কারাতে প্রদর্শন, ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।