‘আদালত এখন আর নিরাপদের জায়গা নয়’
‘এ ধরনের হামলাই প্রমাণ করে আদালত এখন আর নিরাপদের জায়গা নয়।’ নিজের ওপর হামলার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার এমন মন্তব্য করেন।
তিনি আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আদালতে আসার পর আপনারা দেখলেন কিভাবে আমার গাড়ির ওপর হামলা করা হয়েছে। তাদের বোমা মারারও পরিকল্পনা ছিল।’
‘সরকারি পৃষ্ঠপোষকতায় যারা এ ধরনের সন্ত্রাসী হামলা করছেন তাদের ভূমিকা সন্ত্রাসীদের মতো। দেশে যারা এ ধরনের জঙ্গি হামলা করছে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাই’- বলেন ইমরান এইচ সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণেই ডিম হামলার শিকার হন ইমরান এইচ সরকার।
রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের হওয়ার সময় তার গাড়িতে ডিম ছুড়ে মারে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’, ‘ইমরানের দুই গালে/ জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন। তাদের মধ্যে সংশ্লিষ্ট মামলার বাদীও ছিলেন।
ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘কটূক্তি’ করার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে মামলাটি দায়ের করেন।
রোববার ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামান ইমরান এইচ সরকারের জামিনের আবেদন শুনে পাঁচ হাজার টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন আসামিরা। এ ধরনের স্লোগানে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি (বাদী) ক্ষুব্ধ, অপমানিত।
ওই মামলা দায়েরের পর ৩ জুন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন- ‘মারধোর করে হিটখোর ইমরান-সনাতন’রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ!
ওদের জন্য ৫০০ পচা ডিমের অর্ডার দেয়া হইছে, ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখামাত্র পচা ডিম ছোড়া হবে!!
সাথে কেকা ফেরদৌসি আপার নুডুলসের তেহেরি ফ্রি!’
জেএ/এমএআর/পিআর