২০১৯ সালে ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বিএনপি
৫ জানুয়ারির মতো ২০১৯ সালেও ‘ভোটারবিহীন’ নির্বাচন করার চিন্তা করলে সেটা আহম্মকের স্বর্গে বসবাস করার শামিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রোববার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন করেছে। ফলে সংসদে বিরোধীদল না থাকায় তারা এক গুয়েমী ও একরোখা নীতি অবলম্বন করছেন। এখন ২০১৯ সালেও ভোটারবিহীন নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে।
তিনি বলেন, এভাবে নির্বাচন করলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশর ভাবমুর্তি ক্ষুণ্ন হবে। তাই টেকসই গণতন্ত্রের স্বার্থে সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে গণতন্ত্রকে সমুন্নত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির এ মুখপাত্র বলেন, টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনার রেস কাটতে না কাটতে গারো সম্প্রদায়ের আরেক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গাড়িতে গণধর্ষণের ঘটনা পাশ্ববর্তী রাষ্ট্রে ঘটলেও বাংলাদেশে এটাই প্রথম। অথচ এরকম ঘটনার পরও মানবাধীকার সংস্থাগুলো নীরব। বিএনপি এই ঘটনায় স্তম্ভিত।
সাগরে ভাসমান মানুষগুলো উদ্ধারে সরকারের পদক্ষেপ নেই। অথচ বাংলাদেশে শক্তিশালী নৌ-বাহিনী রয়েছে। দেশে কাজের ক্ষেত্র সংকোচিত হ্ওয়ায় মানুষ দেশান্তরি হচ্ছে। এসব মানুষ উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের ন্যায্য মূল্য না দিয়ে সরকার কৃষক ধ্বংসের নীতিতে মেতে উঠেছে বলেও অভিযোগ করেন ড. আসাদুজ্জামান রিপন।
এমএম/একে/পিআর