রবের বাসায় চা-চক্রে পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৩ জুলাই ২০১৭

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এক ‘চা-চক্র’ অনুষ্ঠানে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, তল্লাশি নয়, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সেখানে পুলিশ গিয়েছিল।

চা-চক্রের অনুষ্ঠানে অংশ নেয়া রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আ স ম আবদুর রবের বাসায় এক চা-চক্রের দাওয়াত ছিল। সেখানে যোগ দিতে গেলে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসে বলেন, এখানে আপনারা মিটিং করতে পারবেন না।

চা-চক্রে অংশ নেয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া বলেন, রব ভাইয়ের দাওয়াতে উনার বাসায় এসেছি। এখানে পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমাদেরকে বলছেন, আপনারা মিটিং করতে পারবেন না। দ্রুত শেষ করুন। এখানে খাবার রান্না হচ্ছে। খাবার খেয়ে আমরা যাব। আমার প্রশ্ন এত ভীত হওয়ার কী আছে?

এ বিষয়ে আ স ম আবদুর রব জাগো নিউজকে বলেন, ‘ঈদ-উত্তর আমার বাসায় রাজনীতিকদের চা-চক্রের দাওয়াত দিয়েছি। ঘরে ভেতর চা-চক্র করতে পুলিশের অনুমতি লাগে না। এখানে পুলিশের কোনো বিষয় না। আমি পুলিশ কর্মকর্তাকে বলেছি, এখানে রাজনৈতিক কোনো বিষয় না। তোমরা এখন যাও। তারপরও তারা বাসার সামনে অবস্থান নিয়ে অতিথিদের প্রবেশে বাধা দেয়।’

জানা গেছে, চা-চক্রের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যর আকরাম হোসেন, মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ আরও অনেকে অংশ নেন।

তবে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, আ স ম আবদুর রবের বাসায় অনেক লোকজন এসেছে শুনে পুলিশ পাঠানো হয়। তল্লাশির জন্য নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। সেখানে পুলিশ বাসার বাইরে অবস্থান নিয়েছিল। তল্লাশি চালানো হয়নি।

এইউএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।