খালেদার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৩ মে ২০১৫

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি জামায়াত জোট দেশে গণতন্ত্রের নামে গণহত্যা করে খুনিতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। কিন্তু খালেদার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সন্ত্রাস নাশকতা করে এ পর্যন্ত অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এসবের জন্য দায়ী খুনি খালেদাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি দাঁড় করতে তাই জনজয়যাত্রা অভিযান চলছে।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সালাউদ্দিন নাটক দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। কেন এবং কী উদ্দেশ্যে তিনি ওই নাটক সৃষ্টি করেছিলেন তা সাধারণ মানুষ এখন বোঝেন। তারা এসব প্রচারণাকে তাই ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

 এসময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি শিরিন আকতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন ফকু। এর আগে মন্ত্রী গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের এক সমাবেশে যোগ দেন।

দেশব্যাপী জনতার অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেব নৌ পরিবহন মন্ত্রী এরপর পলাশবাড়ীর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন। দুপুরে তিনি গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে জেলা সড়ক পরিবহন  মালিক-শ্রমিক পরিষদ ও শ্রমিক কর্মচারি, পেশাজীবি, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যৌথ সভায় যোগ দেন।

অমিত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।