আন্দোলন ও নির্বাচন দু’টির জন্যই বিএনপি প্রস্তুত


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৯ জুলাই ২০১৭

বিএনপি আন্দোলন ও নির্বাচন দু’টির জন্যই বিএনপি প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচন করতে চায় তবে শেখ হাসিনার অধীনে নয়। শেখ হাসিনা কি জিনিস, তার অধীনে কেমন নির্বাচন হতে পারে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতি দেখেছে।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ মহানগর উত্তর আয়োজিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘তার (শেখ হাসিনা) অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তিনি নিজেই বিশ্বাস করেন না। তার পদত্যাগের মধ্য দিয়েই আমরা কেবল একটি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারি।’

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন দলের শাসনকালে গুম, খুন, হত্যা, নির্যাতন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের সমস্ত মানুষ আজ আশঙ্কাজনক পরিবেশের মধ্যে বসবাস করছে।’

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণ নিয়ে পুরো দেশবাসী আতঙ্কিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সময় খু্ব বেশিদিন নেই। অনতিবিলম্বে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। অন্যথায় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে।’

এ সময় তিনি জয়নাল আবেদীন ফারুক ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, সংগঠনের সহ সভাপতি নাজমুল হোসেন রনি, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এমএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।