নির্বাচন নিয়ে টিআইবি’র প্রতিবেদন ভিত্তিহীন : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ মে ২০১৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে বুধবার বিকেলে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, বিদেশের টাকায় পরিচালিত টিআইবি সরকারের উন্নয়ন চোখে দেখে না। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার সরকার এখন সারা বিশ্বের মডেল। অথচ সরকারের সামান্য নেতিবাচক কর্মকাণ্ড টিআইবি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করে। গ্যাস, পানি, বিদ্যুতের সমস্যা সমাধানে আওয়ামী লীগ নগরবাসীর মন জয় করেছে এবং সিটি নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে, তা টিআইবি’র রিপোর্টে প্রকাশ পায় না।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নেত্রী স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। খালেদা জিয়া গণবিরোধী হরতাল-অবরোধ ডেকে পালিয়ে গিয়ে ঘরে ঢুকেছেন। কিন্তু খালেদার পেট্রলবোমায় নিহত শত মানুষের আর্তনাদ আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে। মানুষ হত্যায় খালেদা উম্মাদ হয়েছে বলেই ছেলের মরদেহ সামনে রেখেও হরতাল-অবরোধ চালিয়েছেন।  

সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে সাবেক এই ছাত্র নেতা বলেন, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার হাতে বাংলাদেশ এবং দলের পতাকা তুলে দিয়ে ভুল করিনি। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গঙ্গা চুক্তি, শান্তি চুক্তি, সমুদ্র বিজয়, সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে।  

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বঙ্গবন্ধু শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দিতে শুরু করেছিলেন। ঘাতকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। সপরিবারে হত্যা করে বাঙালির জাতিসত্বাকে মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু মুছতে পারেনি বঙ্গবন্ধুর স্বপ্নের নিশানা। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। শেখ হাসিনার এই অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি।

যুবলীগ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।