নেতা-কর্মীদের সতর্ক থাকতে বললেন মায়া


প্রকাশিত: ১০:১০ এএম, ১৯ মে ২০১৫

বিএনপি-জামায়াত জোট দেশে যাতে আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বিশেষ এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের পতন না ঘটিয়ে ঘরে না ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিনি নাকে খত দিয়ে আদালতে হাজিরা দেয়ার মাধ্যমে ঘরে ফিরে গেছেন।

তিনি বলেন, দীর্ঘ ৯২ দিন হরতাল ও অবরোধের নামে যে ভাবে সারাদেশে নাশকতা এবং পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে, বিশ্বের ইতিহাসে কোথাও তার নজীর নেই।

আগামী ২২ মে আওয়ামী লীগের গণমিছিল ও ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদেয় গণসংবর্ধনা সফল করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কর্মসূচিকে সফল করার জন্য সংগঠনের নেতা কর্মীদের নিদের্শনা দেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

এছাড়া মহানগর আওয়ামী লীগের এ বর্ধিত সভায় সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।