মিঠুনের জবাবে সন্তুষ্ট গোয়েন্দারা
সারদা গোষ্ঠীর কেলেংকারী সংক্রান্ত পশ্নের জবাব দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ইডি) সন্তুষ্ট করেছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ ইডি’র কর্তাদের এও বলেছেন, ভবিষ্যতে এই তদন্তে ইডি যে কোনো সাহায্য চাইলে, তিনি সাহায্য করতে প্রস্তুত।
গত সপ্তাহে ইডি কর্তারা মিঠুন চক্রবর্তীকে কয়েক দফা জেরা করেন। ইডি সারদার সঙ্গে মিঠুনের যোগাযোগ নিয়ে গতবছর জুনে প্রথমবার জেরা করেছিল। চলতি বছরের শুরুর দিকেও জেরা করে। মিঠুন চক্রবর্তী প্রথমবার শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিলেন। তার আইনজীবী মারফত সমস্ত কাগজপত্র দিয়েছিলেন ইডিকে। এর পর মুম্বইয়ে ইডি কর্তারা মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়েও কথা বলেন। এসময় তারা জানান এ বিষয়ে তদন্তে মিঠুনের সহযোগীতা ও আন্তরিকতায় খুব খুশি তারা।
মিঠুন সারদা গোষ্ঠীর থেকে পারিশ্রমিক হিসেবে পাওয়া ২ কোটি টাকা ফেরাতে চান। ইডি-র কর্তাদের সম্প্রতি তিনি এ কথা জানিয়েছেন। ইডি’র জেরায় মিঠুন একবার জানিয়েছিলেন, সারদা গোষ্ঠীর কাছে কয়েক লাখ টাকা তিনি পান। তিনি নিজেই প্রতারিত হয়েছেন। মিঠুন চক্রবর্তী ইডি কর্তাদের সাফ জানিয়ে দিয়েছেন, সারদার অনুষ্ঠান ও বিজ্ঞাপনের কাজে তার সঙ্গে চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী যে টাকা পেতেন, তা আয়কর জমা দিয়ে বাকি টাকা নিয়েছেন। সে সমস্ত কাগজপত্রও তিনি ইডি-র হাতে জমা দিয়েছেন। ইডি’র কর্তারা তার সমস্ত উত্তরে যথেষ্ট খুশি।
এলএ