বিভিন্ন কর্মসূচিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে নানা সংগঠন আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে ধানমন্ডি ৩২নং-এ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রী মজিবুল হক, মহিলা বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা সেলিনা আক্তার, সোহেলী পারভীন মনি, শেখ নওশের আলী, মিজানুর রহমান মিজান, হাবিবুল্লাহ রিপনসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভুঁইয়া ও সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তালুকদার।
এদিকে জাতীয় গণতান্ত্রিক লীগ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনএফ-এর প্রেসিডেন্ট ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, প্রশিকা মানবিক উন্নয়ন পরিচালক এ কে এম মনিরুজ্জামান ও শেখ শহীদুল ইসলাম প্রমুখ।
আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক নতুন নতুন কর্মসূচি গ্রহণ করে একটি আধুনিক গণতান্ত্রিক সন্ত্রাসমুক্ত দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
আরএস/আরআইপি