দেশব্যাপী সোমবার বিএনপির বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৮ জুন ২০১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সকল জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে কুমিল্লার আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ পার্বত্য এলাকায় দুর্গতদের সহায়তায় ও তাদের উদ্ধারে ব্যর্থতা আড়াল করতেই বিএনপি মহাসচিবের ওপর হামলা চালিয়েছে। নিশ্চয় রাঙামাটিতে ক্ষমতাসীনরা এমন কিছু ঘটিয়েছে যাতে বিরোধী নেতারা সেখানে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। এমন আশঙ্কা থেকেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও আমাদের বাধা দেয়া হচ্ছে। এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।

এসময় তিনি পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।