ঈদ-পূজায় ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার নির্দেশ


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪
ফাইল ফটো

জনদুর্ভোগ কমাতে ঈদ ও পূজায় আগামী ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা রেস্টুরেন্টে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা ‍ও পূজা উপলক্ষে জনদুর্ভোগ কমিয়ে আনতে ১ থেকে ১১ অক্টোবর পর্যরন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রী শাজাজান খান, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব, দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপিসহ পরিবহন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।