জামায়াত সুযোগ পাইলে কারও কল্লা থাকবে না


প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৩ জুলাই ২০১৪

জামায়াত একটু সুযোগ পাইলে কারও কল্লা রাখবে না বলে দাবি করেছেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের খতিব মাওলানা ফরিদ উদ্দীন আহমেদ মাসঊদ।

তিনি বলেন ‘আগে জামায়াতের বাইরে লবিং ছিল। এখন আওয়ামী লীগকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করা যায় জামায়াত সেই লবিং করছে। সরকার ভাবছে জামায়াত চুপ, দেশে শান্তি আছে। কিন্তু সরকার জামায়াতের টোপ গিলতেছে। জামায়াত একটু সুযোগ পাইলে কারো কল্লাই থাকবে না। আমি আমার কল্লা নিয়ে চিন্তা করি না। আপনারা আপনাদের কল্লা নিয়ে চিন্তা করেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র কামাল পাশা চৌধুরী সভাটি পরিচালনা করেন।

তিনি বলেন, ‘আইনমন্ত্রী অপরিপক্ব। আমি বলব, হাঙ্কিপাঙ্কি বাদ দেন। তা না হলে জনগণ রুখে দাঁড়াবে। বিচার না হলে শান্তি তো আসবেই না। সব ছারখার হয়ে যাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।